নিউজ বাংলা ডেস্ক
বাংলাদেশ : সম্প্রতি নিউজিল্যান্ডের
ক্রাইষ্টাচার্চের ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত দুই বাংলাদেশীর মৃতদেহ মঙ্গলবার এসে
পৌঁছেছে দেশে। ১০ টা ২৫ মিনিটে সিঙ্গাপুর থেকে মৃতদেহ একটি ফ্লাইটে আসে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
সন্ত্রাসী হামলায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মধ্যে নারায়ণগঞ্জের ওমর ফারুক ও নরসিংদীর জাকারিয়া ভুঁইয়ার
মৃতদেহ এসে পৌঁছেছে দেশে।নিহত চাঁদপুরের মোজাম্মেল হকের মৃতদেহ বুধবার ঢাকায় আসার
কথা রয়েছে।
গত ১৫ ই মার্চ জুমার নামাজের পর নিউজিল্যান্ডের ক্রাইষ্টাচার্চের
মসজিদে সন্ত্রাসী হামলায় মোট ৫০ জন প্রান হারায়ন । তাদের মধ্যে ৫ জন ছিলেন বাংলাদেশের
নাগরিক।নীহত দের মধ্যে দুজনের মৃতদেহ দেশে পৌঁছেছে আর দুজন সিলেটের হোসনে আরা আহমেদ
ও কুড়িগ্রামের ড. আবদুস সামাদ কে ক্রাইষ্টাচার্চেই দাফন করা হয়েছে।
এই হামলায় আহতদের সংখ্যাও ছিল অনেক। আহতদের মধ্যে বাংলাদেশীয়
ছিলেন অনেকে। আহতদের মধ্যে কিশোর গঞ্জের লিপি, গাজীপুরের মুতাসিম ও শেখ হাসান রুবেল
চিকিৎসাধীন আছেন ক্রাইষ্টাচার্চে।
প্রসঙ্গতঃ নিহত দের আর্থিক ক্ষতিপূরণ দিচ্ছেন নিউজিল্যান্ড
সরকার । এবং মৃতদেহ ফিরিয়ে আনার জন্য প্রত্যেকের পরিবার থেকে একজনকে নিউজিল্যান্ডে
নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন নিউজিল্যান্ডে সরকার।
সংবাদের আপডেট পেতে এইখানে ক্লিক করুন - Whatsapp
No comments