নিউজ বাংলা ডেস্ক, বাংলাদেশ : কক্সবাজারের পেকুয়ায় এলিট ফোর্স
র্যাবের সাথে আগ্নেয়যুদ্ধে প্রাণ হারাল দুই জলদস্যু। তাদের কাছে তদন্তে, দেশে বানানো
৮টি আগ্নেয়াস্ত্র এবং ২৬ রাউন্ড গুলি উদ্ধার করেছেন তদন্তকারীরা।
ঘটনাটি আজ ভোরেরই।
সময় তখন প্রায় ৪টে। পেকুয়ায় মগনামা ঘাটের বাজারের কাছেই বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নিহত দুজনের পরিচয় এখনো
জানা যায়নি। তবে পেকুয়া বা পেকুয়া সংলগ্ন এলাকায়
সন্দেহভাজন জলদস্যু। তাদের পরিচয় জানার জন্য তদন্ত চলছে। পেকুয়া থানায় ৩প্রকার মামলার
প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলেই জানিয়েছেন তারা।
মৃত দুই জলদস্যুকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সেখানে তাদের ময়নাতদন্তও চলবে।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ ও কোম্পানি কমান্ডার
মেজর মো. মেহেদী হাসান জানিয়েছেন, উপকূলে ডাকাতির গোপন খবর পেয়ে ভোরেই সেখানে অভিযান
চালান তারা। কিন্তু তাদের পরিকল্পনা বুঝতে পেরে একদল জলদস্যু তাদের ওপর চড়াও হয়, গুলি
ছুঁড়তে শুরু করে।
র্যাবও পাল্টা আক্রমণ করলে অনেকক্ষন এই আগ্নেয়যুদ্ধ চলার এবং
অবশেষে ২ জন নিহত হয়। পরে সেখানে ৩টি এসবিবিএল, ৪টি ওয়ান শুটার গান, ২৬ রাউন্ডগুলি উদ্ধার হয়েছে।
সংবাদের আপডেট পেতে এইখানে ক্লিক করুন - Whatsapp
No comments