নিউজ বাংলা, সিরাজগঞ্জ : সাতসকালে তাড়াশ এলাকায় ট্রেলারের ধাক্কায়নিহত ৩ পথচারী। ঘটনার জেরে আহত আরো ২ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, রাজশাহী থেকে ঢাকাগামী জাতীয় সড়কে রড বোঝাই একটি ট্রেলার সিরাজগঞ্জের তাড়াশ…
নিউজ বাংলা, সিরাজগঞ্জ : সাতসকালে তাড়াশ এলাকায় ট্রেলারের ধাক্কায় নিহত ৩ পথচারী। ঘটনার জেরে আহত আরো ২ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, রাজশাহী থেকে ঢাকাগামী জাতীয় সড়কে রড বোঝাই একটি ট্রেলার সিরাজগঞ্জের তাড়াশ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ৫ পথচারীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ পথচারীর।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হাটিকুমরল হাইওয়ে থানার পুলিশ। থানার এসআই সূত্রে খবর, দমকল বাহিনীর সহায়তায় মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানো হয়েছে এবং আহত পথচারীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, ভর্তি হওয়া আহত পথচারীদের মধ্যে একজনের অবস্থা খুব সংকটজনক ছিল। চিকিৎসা চলাকালীন একজনের মৃত্যু হয়। বাকিদের অবস্থা কিছুটা স্থিতিশীল।
No comments