পার্থ খাঁড়া, নিউজবাংলা (মেদিনীপুর) : ১১৮ তম ঊরুষ উৎসবে যোগ দিতে এপার বাংলার
মেদিনীপুর
শহরে এলো বাংলাদেশ থেকে তীর্থযাত্রী বোঝাই বিশেষ একটি
ট্রেন। আন্তর্জাতিক
সম্প্রীতি রক্ষার্থে বছরের পর বছর ১৭ ফেব্রুয়ারি এই বিশেষ
ট্রেনটি বাংলাদেশি তীর্থযাত্রীদের নিয়ে আসে।
এবছর
বাংলাদেশ থেকে এসেছেন প্রায় ২২৫৩ জন তীর্থযাত্রী।
এর মধ্যে
পুরুষ রয়েছেন ১২০৩ মহিলা ৯৬৩ ও শিশু ৮৭ জন। ফেব্রুয়ারির
১৫ তারিখ
বাংলাদেশের রাজবাড়ি থেকে ট্রেনটি ভারতের উদ্দেশ্যে ছাড়ে। ১৭ তারিখ সকাল প্রায়
৬টা
নাগাদ মেদিনীপুর স্টেশনে পৌঁছায় তীর্থযাত্রী বোঝাই
এই ট্রেনটি।
এরপর ১৭ এবং ১৮ তারিখ মেদিনীপুর শহরের জোড়া মসজিদ এর মওলানা
পাক উরুষ
উৎসবে যোগ দেবেন বাংলাদেশ থেকে আগত তীর্থযাত্রীরা। প্রসঙ্গতঃ মুসলিম সম্প্রদায়ের কাছে
মেদিনীপুরের জোড়া মসজিদ এক বিশেষ তীর্থস্থান হিসেবে স্বীকৃত।
পুণ্য
অর্জনের জন্য মুসলিম সম্প্রদায়ের কাছে মক্কার
পরেই মেদিনীপুরের
মওলানাপাকের
স্থান। প্রতিবছরই ঊরুষ উৎসবকে ঘিরে দুই দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন
ঘটে চোখে পড়ার মতো।
আর
এই দুদিনের ভারত যাত্রা দু'দেশের মধ্যে আর্থসামাজিক সম্পর্ককে আরো সুদৃঢ় করে বলেই
মত বাংলাদেশী তীর্থযাত্রীদের।
বাংলাদেশ সংক্রান্ত সংবাদের আপডেট পেতে এইখানে ক্লিক করুন - Whatsapp
No comments