Page Nav

HIDE
GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাংলাদেশের ভয়াবহ অগ্নিকান্ডে মৃতের প্রকৃত সংখ্যা নিয়ে বিভ্রান্তি !নিউজবাংলা, ঢাকা :  চকবাজারের চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার পর বৃহস্পতিবার সরকারের বিভিন্ন সংস্থা নানা রকম তথ্য দেওয়ায় এই জটিলতা তৈরি হয়।প্রথমে পুলিশের মহাপরিদর্শক মো. জাবেদ পাটোয়ারী ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতের সংখ্যা ‘অন্তত ৭০’ বলে উল্লেখ করেন।  তবে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত শিল্প মন্ত্রণালয়ের প্রাথমিক প্রতিবেদনে জানানো হ্যেছে মৃতের সংখ্যা ৭৮ জন। ১২ সদস্যের একটি কমিটি  অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দাখিল করে জানিয়েছেন যাদের মৃত্যু হয়েছে তার মধ্যে জন নারী ও টি শিশু রয়েছে।

এর পরেই আবার নতুন রিপোর্ট দাখিল করেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার সেলিম রেজা। 

আরও পড়ুন - গভীর রাতে ঢাকার চকবাজারে বিধ্বংসী আগুনে জীবন্ত দগ্ধ বহু নিরীহ মানুষ, ৭০টি মৃতদেহ উদ্ধার !তিনি জানান মৃত্যের সংখ্যা ৬৭।  ঢাকা মহানগর পুলিশ ও ফায়ার সার্ভিসও রাতে একই তথ্য দেয়। এর আগে সরকারি প্রতিষ্ঠানগুলোর ভিন্ন তথ্যের কারণে বেশির ভাগ পত্রিকার প্রথম সংস্করণে মৃতের সংখ্যা ৭৮ বলে উল্লেখ করা হয়। তবে নগর সংস্করণে তা সংশোধন করা হয়।এই সংখ্যার ব্যাপারে গতকাল রাতে জানতে চাওয়া হলে তদন্ত কমিটির আহ্বায়ক মফিজুল হক প্রথম আলোকে বলেন, হাসপাতাল থেকে এই তথ্য নেওয়া হয়েছিল। তারা হয়তো একজনকে একাধিকবার গণনা করেছিল। এ কারণে বিভ্রান্তিটা হয়েছে। তবে চূড়ান্ত প্রতিবেদনে তা সংশোধন করে দেওয়া হবে বলে তিনি জানান।


বাংলাদেশ সংক্রান্ত সংবাদের আপডেট পেতে এইখানে ক্লিক করুন - WhatsappNo comments

BidVertiser