নিউজবাংলা ডেস্ক, ঢাকা : বুধবার গভীর রাতে বাংলাদেশের রাজধানী ঢাকার চকবাজারে বিধ্বংসী আগুনে পুড়ল একাধিক
বাড়ি। যার জেরে ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭০ জন। এছাড়াও
আহতের সংখ্যা একাধিক। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে সূত্রের খবর।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত্রি প্রায় ১০টা নাগাদ
প্রথম আগুন দেখা যায় নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিত গলিতে অবস্থিত রাজ্জাক
ভবনে। এরপর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে। স্থানীয়রা জানিয়েছেন, এই
বাড়িগুলির নীচে প্রচুর পরিমানে রাসায়নিক মজুদ করে রাখা ছিল।
এরই মধ্যে একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা
এলাকা। ধারণা করা হচ্ছে, ওই জায়গায় থাকা বেশ কয়েকটি রেস্টুরেন্টে থাকা গ্যাস
সিলিন্ডারগুলিই বিস্ফোরণ ঘটছে। এরফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। খবর
পেয়েই দমকলের ৩৭টি ইঞ্জিন ছুটে আসে ঘটনাস্থলে।
তবে ততক্ষণে আগুন সম্পূর্ণ গ্রাস করে নিয়েছে পুরো এলাকা।
আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাণপন লড়াই চালান দমকল কর্মীরা। তবে গলিটি অত্যন্ত সংকীর্ণ
হওয়ায় দমকলের গাড়িগুলি ঘটনাস্থলে কাছে পৌঁছাতে পারেনি।
চকবাজার থানার সামনে গাড়ি রেখে পাইপের মাধ্যমে জল নিয়ে আসা
হচ্ছে। এরপর আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে শুরু হয় উদ্ধারকাজ। অগ্নিকান্ডের
ঘটনাস্থলের আশপাশ থেকে এখন পর্যন্ত প্রায় ৭০টি মৃতদেহ উদ্ধার করেছেন তাঁরা। তবে
মৃতদেহগুলি এখনও শনাক্ত করা যায়নি।
বাংলাদেশ সংক্রান্ত সংবাদের আপডেট পেতে এইখানে ক্লিক করুন - Whatsapp
No comments